ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে জড়িত এক সংগঠনের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে এই সাজা কার্যকর হয়।
একাধিক ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে।
তবে, বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।