রবিবার | ৫ অক্টোবর | ২০২৫

ভারতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদ

ভারতে হায়দ্রাবাদে শুক্রবার, শনিবার মূর্তি বিসর্জনের প্রস্তুতির অংশ হিসেবে, শহরের বিভিন্ন মসজিদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি নিরাপত্তা নিশ্চিত এবং শোভাযাত্রার সময় উত্তেজনা এড়ানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ।

পুলিশের তথ্য অনুযায়ী, এই বছর প্রায় ২০০টি দুর্গা মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। তাই আফজালগঞ্জ, পাথরগাটি, সিদ্দিয়াম্বর বাজার, মোয়াজ্জম জাহি মার্কেট এবং অন্যান্য স্থানে মসজিদগুলো ঢেকে দেওয়া হয়েছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “বিভিন্ন স্থানে আমরা পুলিশকর্মী মোতায়েন করেছি এবং শোভাযাত্রার পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।”

গত মাসে গণপতি উৎসব চলাকালীনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। শহরের আর্মড রিজার্ভ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং টাস্ক ফোর্স বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পুলিশ সব শোভাযাত্রার রুট আগে থেকে পরীক্ষা করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img