বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন ও টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এবিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ১০ ডিসেম্বরের গণ সমাবেশকে কেন্দ্র করে উম্মাূদ ও হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণ অভ্যূথান।
রিজভী অবিলম্বে টুকু ও নয়নসহ গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।