মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

‘শেখ হাসিনা চট্টগ্রাম যেতে পারলে খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন’

spot_imgspot_img

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করতে চট্টগ্রাম যেতে পারলে, খালেদা জিয়ার পল্টন যেতে পারবে না কেন? উনাকে জামিন দিয়েছেন। এই শর্তে বাঁধা জামিন তো অর্থহীন। আমি কোথায় মিটিং করবো সেটা আমার ব্যাপার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার আপনি যাই করেন, দিনের ভোট আর রাতে করতে পারবেন না। ইভিএম দিয়ে প্রতারণা চলবে না।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ আজকে পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পুলিশ ভাইদের বলি, আপনারা এতটা খাদেম হইয়েন না। চাকরি যাচ্ছে, যারাই একটু সঠিক পথে থাকার চেষ্টা করছে তারাই বরখাস্ত হচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে বলেন তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি করবেন না। নির্বাচনে জিতলেও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img