২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিত লঘুচাপ দক্ষিণ









