শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

বন্ধের পথে নাটোর চিনিকল, আতঙ্কে শ্রমিকরা

লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেক আখ মাড়াই করে চলতি মৌসুম শেষ করেছে নাটোর চিনিকল। মাঠে আখ থাকলেও নিয়মিত টাকা না পাওয়ায় চিনিকলে আখ দেননি কৃষকরা। অপরদিকে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় চিনিকলটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শ্রমিক-কর্মচারীরা।

জানা গেছে, চলতি মৌসুমে এক লাখ ৩২ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ১১ ডিসেম্বর মাড়াই মৌসুম শুরু করে নাটোর চিনিকল। চিনিকলের এলাকায় মাঠে এখনও আখ থাকলেও কৃষকরা আখ সরবরাহ বন্ধ করে দেন। এ পরিস্থিতিতে এক মাস ২০ দিনের মাথায় ২ ফেব্রুয়ারি মাত্র ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে মৌসুম শেষ করে নাটোর চিনিকল।

৩ মাসের বেতন না পাওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আগামীতে চিনিকলটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শ্রমিক-কর্মচারীরা।

গত মৌসুমের আখের দাম সময়মতো না দেওয়ার পাশাপাশি চলতি মৌসুমের আখের ৭ কোটি টাকা বকেয়া রেখেছে নাটোর চিনিকল। ফলে কৃষকরা চিনিকলে কম আখ দিয়ে অধিকাংশ আখ গুড় উৎপাদনকারীদের সরবরাহ করছেন।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের দাবি, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে আখের রস কমায়, চিনি আহরণ কম হয়েছে।

চলতি মৌসুমে নাটোর চিনিকল ৮ হাজার ৫৮০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ৩ হাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img