সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবদুল হাই টুকু (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সময় গত বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।
টুকু নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মজিবল হকের ছেলে।
নিহতের ভাগনে আশরাফ হোসেন জানান, বাসা থেকে জেদ্দায় কাজে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে টুকু ঘটনাস্থলেই নিহত হন।









