রবিবার | ২ নভেম্বর | ২০২৫

নাটোরে বৃষ্টি আর শীতে জনজীবন বিপর্যস্ত

নাটোরে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি আর শীতে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। থেমে থেমে বৃষ্টি আর বাতাসের কারণে রাস্তাঘাটে ও বাজারে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃষ্টি না থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় স্থবিরতা এসেছে জনজীবনে।

শীতকালের ঠাণ্ডার সঙ্গে এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। সকালে রাস্তায় কোনো মানুষ না থাকায় রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রী না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। সকালে বৃষ্টি না থাকায় বাড়ি থেকে বের হলেও পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় তারা যাত্রী না পেয়ে বসে থাকতে বাধ্য হচ্ছেন।

কৃষকরা জানান, এই বৃষ্টি ও দমকা বাতাসে সরিষা, গমসহ বেশকিছু ফসলের ফলন কমে যাবে, আবার লাগানো আলের পিয়াজসহ কিছু ফসলের উপকার হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img