শুক্রবার, মে ৯, ২০২৫

বিশ্বের কাছে আফগানিস্তান সম্পর্কে ভুল তথ্য তুলে ধরছে জাতিসংঘ: জাবিহুল্লাহ মুজাহিদ

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান সম্পর্কে বিশ্বের কাছে ভূল তথ্য প্রচার করছে জাতিসংঘ বলে অভিযোগ করেছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এ জন্য তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশনকেই (ইউনামা) দায়ী করেছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান সম্পর্কে নেতিবাচক রিপোর্টগুলো জাতিসংঘের কাছে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে ইউনামা। আর দুর্ভাগ্যবশত, ভুল ও ত্রুটিযুক্ত এই রিপোর্টের উপর ভিত্তি করে আফগানিস্তান সম্পর্কে বিশ্বের কাছে একটি নেতিবাচক ধারণা তৈরি করে চলেছে জাতিসংঘ। আফগান সরকারের উন্নয়ন, অর্জন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা কখোনোই ইউনামার রিপোর্টে স্থান পায়নি।

তিনি বলেন, আফগানিস্তানের জন্য কখনোই উপকারী ছিল না জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি। বরং আফগানিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে তারা।

মঈন গুল নামে আফগানিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাস্তবতার সাথে মিল রেখে রিপোর্ট তৈরি করা উচিত ইউনামা’র। গত সাড়ে তিন বছরে আমরা দেখেছি আফগানিস্তান থেকে মাদক, সন্ত্রাসবাদ ও সকল ধরনের দুর্নীতি দমন করা হয়েছে। ইউনামা’র উচিত তাদের রিপোর্টে এসব তথ্য সংযুক্ত করা।

উল্লেখ্য, আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে আফগানিস্তানের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img