ভারতে মুসলিমদের হত্যা করতে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র হাতে তুলে নিতে বলেছেন উত্তর প্রদেশের দাসনা মন্দিরের উগ্র হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ। সেই সঙ্গে ভারতে দায়েশের মতো একটি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাম্প্রতিক দাসনা মন্দিরের ভেতরে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নরসিংহানন্দ বলেন, বর্তমানে মুসলিমদের নিশানায় রয়েছে হিন্দুরা। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। শুধু তাই নয়, প্রয়োজনে নিজেদের সংগঠন তৈরি করুন। ঠিক যেমনটা মুসলিমরা করে। ঠিক যেমনটা দায়েশ করে।
হিন্দুদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য দেশটির আরেক উগ্রবাদী মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সাহায্য চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। প্রবীণ সাংবাদিক ডঃ মুকেশ কুমার উদ্বেগ প্রকাশ করে এক টুইটার বার্তায় বলেছেন, এই ধরনের বক্তব্য দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পথকে প্রশস্ত করবে। সেই সঙ্গে নরেন্দ্র মোদী ও আদিত্যনাথ তাকে সুরক্ষা করছে বলেও তিনি অভিযোগ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই উগ্র পুরোহিতকে সুরক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে। যাকে সাধারণত গুজরাটের কসাই বলেই অভিহিত করা হয়।
সূত্র: মুসলিম মিরর