দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশর বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দগণ বলেন, কোরআনের পাখি তাকরীম বিশ্বজয় করেছে। দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে লাল-সবুজের পতাকাকে আরও মর্যাদা পূর্ণ করেছে। যা দেশবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। মহান আল্লাহ যেন হাফেজ সালেহ তাকরীমকে দ্বীনের আরও বড় বড় খেদমতের জন্য কবুল করেন।
নেতৃবৃন্দগণ আরও বলেন, আমরা তার শিক্ষক, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।