সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৬ হিজরী/২০২৫ খ্রিস্টাব্দ) ফলাফল বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ছিলেন ৩২,৭১৪ জন, যার মধ্যে গড় পাসের হার ৮৫.৪৮%।
চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া মেধা তালিকায় ৯ জন স্থান পেয়েছেন, এর মধ্যে সেরা দশে ৩ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়ে বোর্ডে সারাদেশের মধ্যে ৩য় ও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
মেধা তালিকায় ৩য় স্থান হয়েছেন, সাখাওয়াত হোসেন ও আবু সালেহ, ৫ম স্থান আজিজুল হক, ১৮তম স্থান আব্দুল মালেক, ২৭তম স্থান আব্দুল্লাহ ফরহান ও হেদায়েতুল্লাহ, ৩০তম স্থান ওমর ফারুক, ৩৪তম স্থান শহিদুল ইসলাম এবং মোহাম্মদ উছামা।
মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী বলেন, “জামিয়ার শিক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও দাওরায়ে হাদিস পরীক্ষায় বড় সাফল্য অর্জন করেছে। আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি এবং মেধাতালিকায় স্থান পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।”