মিয়ানমার ইউনিয়নের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংগ্রি–লা হোটেলে শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
আজ শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রদান এবং মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোর বিষয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’
মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক এই জোট নতুন গতি পাবে।