সোমবার, মে ৫, ২০২৫

হেফাজতের ওপর নারী অবমাননার অভিযোগ এনে এনসিপির ৩ নেত্রীর লিগ্যাল নোটিশ

spot_imgspot_img

এবার হেফাজত ইসলাম বাংলাদেশের ওপর নারী অবমাননার অভিযোগ এনে সংগঠনটিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নেত্রী।

ওই তিন নেত্রী হলেন, সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। তারা তিনজনই এনসিপির সদস্য। এ ছাড়াও আরও তিনজন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিগ্যাল নোটিশে স্বাক্ষর করেন। তারা হলেন, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

সোমবার (৫ মে) এনসিপির দুই নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরীর দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই, এই মর্মে সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নারীদের প্রতি এই ধরনের নিপীড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের প্রস্তাবে যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাব বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে, কিন্তু গালি দেবার সুযোগ নেই।

হেফাজতকে আওয়ামী লীগের সংগঠন উল্লেখ করে প্রশ্ন তোলা হয়, আওয়ামী সংশ্লিষ্ট সংগঠন কীভাবে জনসম্মুখে সমাবেশ করে? ইসলামি যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?

সর্বশেষ

spot_img
spot_img
spot_img