ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন মোদি।
রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে এবং মন্ত্রী পরিষদকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করেছেন।
এদিকে, টানা তৃতীয়ারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি। আগামী ৮ জুন শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বুধবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র দলগুলো বৈঠকে হবে দিল্লিতে। এই পরিস্থিতিতে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে।
রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
তবে এনডিএ জোটের গুরুত্বপূর্ণ দুই নেতা চন্দ্রবাবু নাইডু ও নিতীশ কুমার যদি জোট পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে নরেন্দ্র মোদির এবার সরকার গঠনের আশা পূর্ণ নাও হতে পারে।











