সামরিক ঠিকাদারসহ সকল বিদেশি সেনাদের নির্দিষ্ট তারিখে আফগানিস্তান ছাড়তে হবে নইলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে তালেবান।
কাতারের দোহায় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এই হুশিয়ারি উচ্চারণ করেন।
এছাড়াও তিনি বলেন, কূটনীতিক, এনজিও ও অন্যান্য বিদেশিদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হবে না। তাই দেশে কোনো নিরাপত্তা বাহিনীর দরকার নেই।
দোহা চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে তালেবানের পদক্ষেপ কী হবে এমন প্রশ্নে তিনি বলেন, তালেবানের নেতৃত্বে যারা আছেন তারাই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
তাছাড়া আফগান সরকারের সাথে বৈঠকে নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও জানান এই তালেবান মুখপাত্র।
সূত্র: দুনিয়া নিউজ