বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না। তরুণ প্রজন্ম পরিবারতন্ত্রের রাজনীতির চরিত্র জাতির সামনে উম্মোচিত করেতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, বিগত ৫৩ বছর দেশের মানুষ একবার এই পরিবার, আবার ঐ পরিবার কর্তৃক শোষণের শিকার হয়েছে। দুই পরিবার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। নিজেদের স্বার্থে সংবিধানকে কাটাছোঁড়া করে বারবার সংশোধন করেছে। সেই কাটাছোঁড়া সংবিধানের দোহাই দিয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন চালিয়েছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে মানুষের কন্ঠরোধ করেছে। এদের কেউ ভারতে, কেউ লন্ডনে সেকেন্ড হোম গড়ে তুলেছে। এরা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের কথা ভাবে না, দলীয় নেতাকর্মীদের বলেও যায় না। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগে ৩ আগস্ট রাতেই নিজের পরিবারের সদস্যদের পালিয়ে যেতে বললেও দলের কোন নেতাকর্মীকে বলেনি। এমনকি পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার যেই সদস্যরা হাসিনার ক্ষমতা ধরে রাখতে দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন, গুম করেছে সেই পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার সদস্যদেরও হাসিনা বলে যায়নি।