বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

শাপলার শহীদদের স্মরণে আজ ঢাকায় হেফাজতের দোয়া মাহফিল

spot_imgspot_img

২০১৩ সালে শাপলা চত্বরে এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক গণহত্যায় শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শনিবার (৫ জুলাই) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানান হেফাজতের দপ্তর সম্পাদক মুহাম্মাদ আফসার মাহমুদ।

বিবৃতিতে জানানো হয়, শনিবার দুপুর ৩টায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তন গুলশানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে ‘ইসলামবিরোধী জুলুমবাজ ও ফ্যাসিস্ট সরকার কর্তৃক ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম (হাটহাজারী)-এর গনহত্যা এবং ২০২৪ সালের জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর চালানো নির্মম গণহত্যায় শহীদদের স্মরণে’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি থাকবেন হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রধান আলোচক থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

এতে সভাপতিত্ব করবেন, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img