শনিবার | ৫ জুলাই | ২০২৫

রাশিয়ার মতো অন্য দেশগুলোরও উচিত আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া : মোল্লা বারাদার

spot_imgspot_img

রাশিয়ার সাম্প্রতিক স্বীকৃতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার বলেছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি-কেন্দ্রিক বৈদেশিক নীতির ফলেই মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, “আমরা এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

শুক্রবার আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) ১৭তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ইসিও-র অন্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান, “রাশিয়ার মতো অন্য দেশগুলোরও উচিত আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য ইতিবাচক ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা।”

মোল্লা বারাদার ঘোষণা করেন, “আমরা এই গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্মেলন আয়োজনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিকভাবে স্বাগত জানাই।” এই কথা বলে তিনি ১৮তম ইসিও শীর্ষ সম্মেলন কাবুলে আয়োজনের প্রস্তাব তুলে ধরেন।

বারাদার আফগানিস্তান ও ইসিও-র দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণ করে বলেন, “ইসিও সদস্য রাষ্ট্রগুলোর উচিত আফগানিস্তানের বৈধ রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া।”

তিনি আফগান অর্থনীতি-কেন্দ্রিক বৈদেশিক নীতি, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে আফগানিস্তানের কৌশলগত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তার ভাষ্য, “একটি স্থিতিশীল, নির্ভরযোগ্য ও সহযোগিতাপূর্ণ আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ কাজের মাধ্যমেই টেকসই অগ্রগতি ও সমন্বয়ের পথে ইসিও সদস্যদের অগ্রসর হওয়া উচিত।”

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, কৃষি, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন,“এই সব ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আফগানিস্তান সম্পূর্ণ প্রস্তুত। আমরা বিশ্বাস করি, ইসিও সদস্য দেশগুলোর অর্থনীতি তখনই সমৃদ্ধ হতে পারে, যখন আফগানিস্তান সক্রিয়ভাবে এই সমীকরণের অংশ হয়ে ওঠে।”

সম্মেলনে মোল্লা বারাদার গাজ্জার জনগণের প্রতি ইসলামিক আমিরাতের সংহতি প্রকাশ করে বলেন, “গাজ্জার নিরীহ জনগণের ওপর যে নিপীড়ন চলছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত। আমরা ফিলিস্তিনের মুক্তি ও আল-কুদসের ইসলামি পরিচয় রক্ষার পক্ষে পূর্ণ সমর্থন জানাই।”

ইসিও-র ১৭তম শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাঁরা রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, ট্রানজিট, পরিবহন, সাংস্কৃতিক সম্পর্ক, আঞ্চলিক সংযোগ ও বিনিয়োগে পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : আরিয়ানা নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img