বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন কুমিল্লা-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।
তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশে জামায়াত একটি নতুন ধারার রাজনীতির সূচনা করতে চায়। জামায়াত স্পষ্ট ভাষায় বলছে অন্যের ভাষায় যেটা রাজনীতি- জামায়াতের ভাষায় সেটি হাক্কুল ইবাদ। মানুষের পেছনে আমরা যে কাজ করি, রাজনীতি করি, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি কাজের হিসাব কাল কেয়ামতের ময়দানে দিতে হবে। নির্যাতন নিপীড়ন করে বন্দুক রাইফেল দিয়ে অল্প কিছু দিন ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে, রাজনীতি যদি হয় নিজের আখের গোছানো জনগণ তা প্রত্যাখ্যান করবে।’
শনিবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াছিন আরাফাত বলেন, অন্যন্য দলের নেতারা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে, আপনারা লক্ষ করবেন আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য গ্রুপিংয়ে যুক্ত নই। মারামারিতে যুক্ত নই। কিন্তু যারা এখন এমপি মন্ত্রী হতে চায় তারা গ্রুপিংয়ে যুক্ত হয়ে নিজ দলের নেতাকর্মীদের হত্যা করে। প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী।