ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস।
সম্পতি গাজায় এক জনসমাবেশে এ হুঁশিয়ারি দেন হামাসের শীর্ষ নেতা ইয়াহইয়া সিনওয়ার।
তিনি বলেন, ইসরাইল গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করলে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, ইসরাইল ২০০৭ সাল থেকে গাজার ওপর অবরোধ আরোপ করেছে। এ অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যথায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর