বুধবার | ১৬ জুলাই | ২০২৫

পাঞ্জশিরের রাজধানীতে প্রবেশ করেছে তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানের পাঞ্জশির নিয়ন্ত্রণ নিতে উপত্যকাটির প্রাদেশিক রাজধানীতে প্রবেশ করেছে তালেবান। এই উপত্যকায় গত কয়েকদিন ধরে তালেবানবিরোধী আহমদ মাসুদ বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র বিলাল কারিমির টুইটার বার্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তালেবান মুখপাত্র টুইটারে লিখেন, প্রাদেশিক পুলিশের সদর দফতর ও রাজধানী বাজারাকের কাছাকাছি থাকা রুকা জেলার প্রাণকেন্দ্র তারা দখল করেছেন। লড়াইয়ে বিরোধী পক্ষে ব্যাপক হতাহত রয়েছে। অভিযানে অনেককে বন্দি এবং যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

তালেবান মুখপাত্র বলেন, বাজারাকে এখনও লড়াই চলছে।

তালেবানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে শত্রুপক্ষ আফগানিস্তানের ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)-এর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img