বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, চন্দ্রনাথ পাহাড়ে আযান দেওয়ায় দুজন যুবককে গ্রেফতার করা কোনোভাবেই সঠিক হয়নি। বহু জায়গায় মসজিদের পাশে মন্দির রয়েছে কিন্তু কোথায়ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমানরা অন্যান্য ধর্মের লোকদের সাথে সম্প্রীতি বজায় রাখে। সুতরাং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন।
রবিবার (৫ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, এখনও নিয়মিত সীমান্ত বাংলাদেশী হত্যা চলছে। কুটনৈতিকভাবে সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তিনি গ্রেফতারকৃত আলেম-ওলামা ও দলীয় নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মুফতী শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমূখ।