অস্ট্রিয়ার এক মসজিদের দরজায় অজ্ঞাত ইসলাম বিদ্বেষী কর্তৃক শূকরের মাথা ঝুলানোর ন্যাক্কারজনক ঘটেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দেশটির গ্রাজ শহরের এক মসজিদে এই ঘটনা ঘটে।
গ্রাজে বসবাসকারী এক মুসলিম নামাজ পড়ার জন্য স্থানীয় সময় রাত ৯:৪০ মিনিটে মসজিদে যাওয়ার পর দরজায় শূকরের মাথা ঝুলানো অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটির তদন্ত শুরু করে।
এর আগেও দেশটিতে এধরণের ঘটনা ঘটেছিলো। দেশটির ইসলাম বিদ্বেষী কিছু নাগরিক ২০১৬ সালের ৬ মে এক মসজিদে শূকরের দ্বিখণ্ডিত মাথা ও শূকরের রক্ত ছিটিয়ে জঘন্যতম উপায়ে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ করেছিলো। সেই ঘটনায় ২০২০ সালে অস্ট্রিয়ার প্রশাসন ঘটনার মূল হোতাকে গ্রেফতার করে।
অস্ট্রিয়া পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, কাউন্টার আর্মি ইন্টেলিজেন্সের ২জন সদস্য ওই ব্যক্তিকে একাজে প্ররোচিত করেছিলো।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্য হয়েও এমন অপরাধমূলক ঘটনায় প্ররোচিত করা ও তথ্য গোপনের অভিযোগে ২০২১ সালে কাউন্টার আর্মি ইন্টেলিজেন্সের ওই ২ সদস্যকেও গ্রেফতার পূর্বক বিচারের আওতায় নিয়ে এসেছিলো অস্ট্রিয়ার পুলিশ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড