মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় আরো ৪২ ফিলিস্তিনি শহীদ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় আরো ৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজ্জার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল বুধবার, গাজ্জার দেইর আল বালাহ এর পাশে অবস্থিত দুইটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় ইসরাইলি সেনারা। গোটা এলাকাটি বিকট সব দিক কেঁপে ওঠে। এতে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই হতাহতের মাধ্যমে গাজ্জায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৬১ জনে। যদিও এর মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিদের যোগ করা হয়নি। নিখোঁজ ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি।

সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দি ল্যানসেটে’ আনুমানিক মৃতের সংখ্যা কত পৌঁছাতে পারে সে বিষয়ে একটি নিবন্ধন প্রকাশিত হয়েছে। যেখানে একদল বিশেষজ্ঞরা ধারণা করছেন, গাজ্জায় সর্বমোট নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারে পৌঁছাতে পারে।

সূত্র: এন্টি ওয়ার ডটকম

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ