শনিবার | ৬ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলকে শ|য়েস্তা করতে ‘মূসার ল|ঠি’ নামক দুর্ধর্ষ অভিযান শুরু করেছে হ|ম|স

মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে শায়েস্তা করতে ‘মূসা আলাইহিসসালামের লাঠি’ নামক দুর্ধর্ষ অভিযান শুরু করেছে হামাস।

বুধবার (৩ সেপ্টেম্বর) ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির সামরিক শাখা কাসসামের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, জায়োনিস্ট ইসরাইল গাজ্জা দখলে গিদিওনের রথ-২ নামের যে অভিযান শুরু করেছে, এর জবাবে আমরা ‘মূসার লাঠি’ নামক নতুন অভিযান শুরু করেছি। যাইতুন ও জাবালিয়ায় এই অভিযানের সূচনা হয়। এই পর্যায়ে এসেও কাসসামের কেমন প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে, শত্রুরা তা ভয়ার্ত চোখে অবলোকন করেছে।

তিনি আরো বলেন, এটি তো সাধারণ নমুনা! তাদের জন্য সামনে আরো কঠিন মুহুর্ত অপেক্ষা করছে। ইতোপূর্বে আমাদের ‘দাউদের পাথর’ অভিযান যেমন তাদের ‘গিদিওন রথ’ অভিযানকে ব্যর্থ করে দিয়েছে এবং তাদের নেতারা তা স্বীকার করতে বাধ্য হয়েছে, তেমনিভাবে ‘মূসার লাঠিও’ অলৌকিক কিছু বয়ে আনবে এবং তাদের অভিযান ও ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ।

অপরদিকে ইসরাইলী সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইআল জামির সম্প্রতি গাজ্জা সফরকালে বলেন, যুদ্ধের লক্ষ্য পূরণে ইসরাইল গাজ্জায় ‘গিদওনের রথ-২’ অভিযানের ২য় ধাপ শুরু করেছে।

তিনি আরো বলেন, ইসরাইলী জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব। হামাস পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের সেনাবাহিনী হামাসের শক্তিশালী কেন্দ্রগুলোকে ধ্বংস করতে থাকবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, কাসসাম ‘মূসার লাঠি’ নামক অভিযানের অংশ হিসেবে সম্প্রতি হামলা জোরদার করেছে। সম্পূর্ণভাবে গাজ্জা দখলের উদ্দেশ্যে যাইতুন এলাকায় ঘাঁটি স্থাপন করা ইসরাইলী সেনাদের লক্ষ্য করে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে দুর্ধর্ষ হামলা শুরু করে। ডি-৯ বুলডোজার ও সেনাদের বহনকারী যানবাহন সহ অন্যান্য সামরিক যানে ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

কাসসামের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে, তাদের দু’জন যোদ্ধাকে তেমনি দুটি যান লক্ষ্য করে রকেট হামলা চালাতে দেখা যায়। তাদের রকেটের আঘাতে সামরিক যানগুলো ব্যাপকভাবে বিস্ফোরিত হয়ে তা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতেও দেখা যায়। এছাড়া হতাহত ইসরাইলী সেনাদের উদ্ধার করতে ২টি হেলিকপ্টারকে ঘটনাস্থলে উড়ে আসতেও দেখা যায়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img