রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

নিজ বাড়িতে ৪ ফিলিস্তিনী পরিবারকে ‘ভাড়া দিয়ে’ থাকতে বলল ইসরাইলের আদালত

ফিলিস্তিনের ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় বাস করা চার ফিলিস্তিনী পরিবারকে তাদের নিজ বাড়িতে ভাড়া দিয়ে থাকার প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত সুপ্রিম কোর্ট।

সোমবার (৪ অক্টোবর) মানবাধিকার হরণ করা ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী সংস্থা নাহালাত শিমনের কাছে নিজেদের জমি নিয়ে বিরোধের জেরে মামলার শুনানিতে এই অবৈধ প্রস্তাব দেয় ইহুদীদের তথাকথিত আদালত।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরের তথ্যমতে, উচ্ছেদের হুমকিতে থাকা এই ফিলিস্তিনী পরিবারগুলোকে ‘সংরক্ষিত ভাড়াটিয়া’ হিসেবে ১৫ বছর বা পরবর্তী চুক্তি না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকার প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী এই সময়ের মধ্যে তাদের বাড়ি থেকে কেউ ফিলিস্তিনী পরিবারগুলোকে উচ্ছেদ করবে না। এর বিনিময়ে প্রতি বছর সন্ত্রাসী কার্যক্রম করা নাহালাত শিমনকে নিজ বাড়িতে থাকার পরও দুই হাজার চার শ’ ইসরাইলি শেকেল (৬৩ হাজার সাত শ’ টাকা) ভাড়া দিতে হবে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত আদালতের আদেশে বলা হয়, প্রয়োজনীয় সংশোধন করে উভয়পক্ষকে ২ নভেম্বরের মধ্যে সমঝোতা করতে হবে। তা না হলে আদালত বাধ্যতামূলক আদেশ জারি করবে।

জানা যায়, যদি নিরিহ ফিলিস্তিনী পরিবারগুলো এই প্রস্তাব গ্রহণ করে, তবে ইসরাইলি অবৈধ বসতি স্থাপন সংস্থার কাছে তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে। ওই সংস্থার অনুমতি ছাড়া ফিলিস্তিনী পরিবারগুলো নিজেদের বাড়ির কোনো পরিবর্তন বা সংস্কার কাজ করতে পারবে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img