সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান নিয়ে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয়, তবে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই তাদের কবর দেয়া হবে ইনশাআল্লাহ।

সংবাদমাধ্যম জিও নিউজের ভিডিও প্রতিবেদনে বলা হয়, আজ রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেন্। তিনি ইঙ্গিত দেন যে, শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করছেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও, যদি তারা (ভারত) আবার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। তিনি উল্লেখ করেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে এবং নেতাদের কথায় সেটিই প্রতিফলিত হয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ