সোমবার | ৬ অক্টোবর | ২০২৫

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগানোর কারণে ৫ জন গ্রেপ্তার

ভারতে উত্তর প্রদেশের মাওয়ানায় আই লাভ মুহাম্মাদ সাঃ লেখা ব্যানার টাঙানোর কারণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে শহরের প্রধান চৌরাস্তা এলাকায় এ ব্যানার টাঙানো হয়। পরে শনিবার সকালে কিছু স্থানীয় উগ্র হন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে।

মাওয়ানা স্টেশন হাউস অফিসার (এসএইচও) পুনম জাডন জানিয়েছেন, “আউটপোস্ট ইনচার্জ মনোজ শর্মা অভিযোগ দায়ের করার পর একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ইদরিশ, তাসলিম, রিহান, গালফাম এবং হারুন। ভারতীয় ন্যায় সনহিতার (বিএনএস) ধারা ৩৫৩ অনুযায়ী ‘জনগণের মধ্যে অশান্তি/উত্তেজনা সৃষ্টির জন্য উপযোগী বিবৃতি দেওয়ার’ অভিযোগে দায়ের হয়েছে।”

তিনি আরও বলেন, “সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরও তদন্ত চলছে। অন্য কেউ এ ঘটনায় জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায়। পুলিশ পেট্রোলিং বাড়িয়েছে যাতে গুজব বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে না পারে।

জেলা প্রশাসন নিবাসীদের শান্ত থাকার, ভুল তথ্য না ছড়ানোর এবং শান্তি বজায় রাখতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সূত্র জানিয়েছে, মাওয়ানার সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং সিনিয়র পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি মনিটর করছেন।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img