দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মেনে না নিতে হুশিয়ারি উচ্চারণ করলেন পাক জামায়াতে ইসলামের আমীর হাফেজ নাঈমুর রহমান।
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্বি-রাষ্ট্র তত্ত্ব কোনো সমাধান নয়। রাষ্ট্র হলো একটাই, আর তা হলো ফিলিস্তিন। ইসরাইল তো অবৈধ রাষ্ট্র। একে আমাদের উপর চাপিয়েও দেওয়া হয়েছে অবৈধভাবে। একে কোনোভাবে মেনে নেওয়ার কথা চিন্তাও যদি করেন, জনগণ আপনাদের ছাড়বে না। যারাই ইসরাইলকে মেনে নিয়েছে তাদের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) করাচিতে ‘গাজ্জা মার্চে’ দেওয়া এক ভাষণে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
ট্রাম্পের প্রস্তাবিত গাজ্জা শান্তি পরিকল্পনা ধোঁকা ছাড়া কিছুই নয়, এদিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আমেরিকা ফিলিস্তিন স্বাধীনতাকামী হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে আখ্যায়িত করে। অপরদিকে ইসরাইলকে নানাভাবে শক্তি জোগায়। তাদের একচেটিয়া আধিপত্যের কারণে জাতিসংঘের পক্ষেও এই ইস্যুটি সমাধান করা সম্ভব নয়। বরং পৃথিবীর এখন নতুন জাতিসংঘ প্রয়োজন।
পাক সরকারকে হামাসের কাছ থেকে কূটনীতি শেখার আহবান জানিয়ে তিনি বলেন, হামাস দ্বি-রাষ্ট্র সমাধানের কথা না বলেই আলোচনায় যায়। ইসরাইলকেও কোনোভাবে মেনে নেয় না। কূটনীতি না জানলে হামাসের কাছ থেকে শিখুন।
হামাস সন্ত্রাসবাদ নয় বরং ন্যায়ের উপর আছে, এদিকে ইঙ্গিত করে তিনি বলেন, জাতিসংঘের সনদ অনুসারে কেউ যদি দখলদারিত্ব চালায় তবে অস্ত্র হাতে তুলে নেওয়া বৈধ। হামাস জাতিসংঘের সনদ অনুসারে বৈধভাবেই কাজ করছে।
এছাড়াও বলেন, গাজ্জার জনগণ চূড়ান্ত জুলুমের শিকার। তারা সীমাহীন ত্যাগ করছেন এবং পাহাড়ের ন্যায় অটল দাঁড়িয়ে আছেন, যদিও গাজ্জায় অনবরত বোমাবর্ষণ হচ্ছে।
উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনির সম্প্রতি নিউইয়র্কে ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যৌথ গাজ্জা শান্তি পরিকল্পনার পক্ষে নিজেদের সমর্থন জানান। যা পাকিস্তানে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পাক জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান একে পাকিস্তানের ভিত্তিমূলের বিপরীত আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা করেন।
সূত্র: এআরওয়াই নিউজ