ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পাকিস্তান দূতাবাসে হামলার একদিন পর, দায়েসের আঞ্চলিক শাখা পাকিস্তানি রাষ্ট্রদূত ও তার রক্ষীদের উপর হামলার দায় স্বীকার করেছে।
গত শনিবার (৩ ডিসেম্বর) দায়েসের আঞ্চলিক শাখা থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে হামলার দায় স্বীকার করা হয়।
আফগান সরকার পাকিস্তানি দূতাবাসে হামলার নিন্দা জানানোর পাশাপাশি কূটনৈতিক এলাকায় এ ধরনের হামলা প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে।
হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মধ্যে ফোনালাপ হয়েছে।
ফোনালাপে মাওলানা মুত্তাকী পাকিস্তানি দূতাবাসের নিরাপত্তার প্রতি বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি এই ঘটনায় দোষীদের খুঁজে বের করা ও বিচারের আওতায় আনার চেষ্টা করা হবে বলে জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ হামলাকে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের প্রধান কর্মকর্তা কে হত্যার প্রচেষ্টা বলে অভিহিত করে তদন্তের দাবি জানান।
উল্লেখ্য,গত শুক্রবার আফগানিস্তানে পাকিস্তানের দূতাবাসের প্রধান কর্মকর্তা উবায়দুর-রহমান নিজামানিকে লক্ষ্য করেই মূলত হামলা চালানো হয়েছিল। তবে নিজামানি নিরাপদে এ হামলা থেকে বেঁচে গেলেও পাকিস্তানি নিরাপত্তারক্ষী ইসরার মুহাম্মাদ রাষ্ট্রদূতকে রক্ষায় এগিয়ে আসলে গুরুতর আহত হন।
সূত্র: টি আর টি ওয়ার্ল্ড, খামা প্রেস নিউজ এজেন্সি ও রয়টার্স