শুক্রবার, জুন ২০, ২০২৫

১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : টিপু মুনশি

spot_imgspot_img

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।

আজ সোমবার (৫ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো. মজনু মিয়া প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img