বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে ভারতে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাংলাদেশে। বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর শীত বাড়তে পারে।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লঘুচাপটি আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার শঙ্কা আছে।

বজলুর রশীদ বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশে আঘাত হানার তেমন শঙ্কা নেই।

এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‌‘মানদাউস’। এই নামটি আরব আমিরাতের দেওয়া।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img