ভারতে ‘বাবরি মসজিদ’ এর আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর মুর্শিদাবাদের এমএলএ বা বিধায়ক হুমায়ুন কবির বরখাস্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উগ্র হিন্দুত্ববাদী জনরোষ তৈরি হওয়ায় তৃণমূল কংগ্রেস তাকে বরখাস্ত করে।
সিনিয়র নেতা ফিরহাদ হাকিম দলের পক্ষ থেকে বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্তের ঘোষণা দিয়ে বলেন, বিধায়কের মন্তব্য ঘোরতর শৃঙ্খলাহীনতা এবং সাম্প্রদায়িক রাজনৈতিক আচরণ যা তৃণমূল কংগ্রেস কখনো সহ্য করে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদ্য বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির তার বক্তব্যে প্রকাশ্যে বলেছিলেন যে, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শাহাদাত বার্ষিকীতে তিনি তার জেলার বেলডাঙায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা ১৯৯২ সালে ধ্বংস করা হয়েছিলো। প্রস্তাবিত কাঠামোটি শহীদ বাবরি মসজিদের প্রতিরূপ হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি। দাবি করেছিলেন যে বিশিষ্ট মুসলিম নেতারাও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেবেন।
বিধায়ক তার বক্তব্যকে ধর্মীয় অধিকার এবং স্থানীয়দের প্রাণের দাবীর প্রতিফলন বলেও বর্ণনা করেছিলেন এবং উগ্র হিন্দুত্ববাদীদের জনরোষের মুখে মসজিদ নির্মাণের ইচ্ছা ও বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বানও প্রত্যাখ্যান করেছিলেন। জানিয়েছিলেন, তিনি যেকোনো পরিণতি ও হুমকির মুখোমুখি হতে প্রস্তুত। তবুও এই ইচ্ছা থেকে সরে আসবেন না এবং বক্তব্যও প্রত্যাহার করবেন না।
বিরোধী দলের একজন নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ এনেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে নির্বাচনের বছর এই ধরনের পদক্ষেপ মুর্শিদাবাদের মতো ধর্মীয়ভাবে সংবেদনশীল এলাকায় উত্তেজনা বাড়াতে পারে।
সূত্র: মুসলিম মিরর









