তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, গত কয়েক দিন ধরে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে এ অঞ্চলের তাপমাত্রা ওঠানাম করছে। হিমালয়ের শীতল বাতাসে এলাকার মানুষ জন শীতে কাবু হয়ে পড়েছে। সারা দিনের রোদের তাপমাত্রায় কোনো প্রকার তেজক্রিয়া নেই। তাপমাত্র কমে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, উত্তরদিক থেকে হিমালেয়ের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্র ধীরে ধীরে কমছে। সামনে আরো কয়েক দিন এমন অবহাওয়া বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে।









