সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আফগানিস্তানে এখন থেকে বিদ্যুৎ বিল দিতে হবে না মসজিদগুলোকে

spot_imgspot_img

তালেবান শাসিত আফগানিস্তানে এখন থেকে মসজিদগুলোকে বিদ্যুৎ বিল হবে না। দেশটির আমিরুল মুমিনিন বা সর্বোচ্চ নেতা মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদার নিরদেশে এই ঘোষণা দেন সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি এক টুইট বার্তায় জানান, ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে মসজিদের বিদ্যুৎ বিল আদায় না করা হয়।

তিনি আরও বলেন, এই সুবিধার কোনো অপব্যবহার যাতে না হয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, মসজিদগুলোর জন্য নির্ধারিত বিদ্যুৎ যেন অন্য কোথাও ব্যবহৃত না হয়, সেদিকে নজর রাখতে হবে।

সূত্র : আরটিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img