বুধবার, মার্চ ১২, ২০২৫

হামাসকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলো আমেরিকা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই সময়ে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ অ্যারাবিয়া।

ফিলিস্তিনি সূত্রটি জানায়, ১০ জিম্মিকে ছাড়ার শার্তে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। এছাড়াও এই সময়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু এবং গাজ্জা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবস্থান নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশ শুরুর কথাও বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কখন হামাসকে এই প্রস্তাব দিয়েছে সেটি নিশ্চিত নয়। তবে সূত্রটি জানায়, হামাস এখনো আমেরিকার দেওয়া এই প্রস্তাব পর্যালোচনা করছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হামাস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে। যা আগে কখনো ঘটেনি। কাতারের রাজধানী দোহায় হামাস, আমেরিকা ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাসের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনায় অসন্তুষ্ট হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রসঙ্গত, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর মাধ্যমে ইসরাইল গাজ্জায় সব ধরনের হামলা বন্ধ করে দেবে। গাজ্জা থেকে তাদের সব সৈন্যকে প্রত্যাহার করে নেবে এবং মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা দেবে না। এরপর শুরু হবে গাজ্জা পুনর্গঠনের কাজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img