মাহবুবুল মান্নান
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির পাশে বিলে বিষধর সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সাকের উল্লাহ (১৪) নামের এ কিশোর উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদন্ডী গ্রামের মুহাম্মাদ হাবিব উল্লাহ’র ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সাকের উল্লাহ সবার ছোট।
বুধবার (৫ এপ্রিল) আনুমানিক দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের বড় ভাই মুহাম্মাদ ইমতিয়াজ বলেন, বুধবার দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে যায় সাকের। এসময় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় সে বাড়িতে এসে তাকে সাপে কামড়া দেয় বলে জানান। তখন আমার বাবা পটিয়ায় এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সাকেরের অবস্থা আশংকাজনক দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন।পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে নিহতের লাশ তার গ্রামের বাড়ি পাঠানদন্ডীতে জানাজা শেষে দাফন করা হয়েছে।