রাজনীতিতে তরুণদের আরও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৬ মে) নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
নরওয়ের তরুণ রাজনৈতিক কর্মীদের প্রধন উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করছি। অন্যথায় তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না।
তিনি বলেন, নতুন সরকারের প্রধান প্রতিশ্রুতি হলো পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। টানা তিন মেয়াদে ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল; কর্তৃপক্ষ দাবি করত এটি বিরাট সাফল্য, কিন্তু বাস্তবে কেউ ভোট দিতে পারেনি। তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।
দেশের রাজনৈতিক পরিবেশকে পুরোনো ধাঁচের আখ্যা দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উত্তরাধিকারসূত্রে পাওয়া জঞ্জাল পরিষ্কার করা। ধ্বংসস্তূপ থেকে টুকরো তুলে নতুন কাঠামো তৈরি করাই চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য ট্রান্জিশনাল সময়। আমি শুধু আশা করি এই সময় সংক্ষিপ্ত হবে।