ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিরোধিতা করায় ৮৩ বছরের বৃদ্ধা যাজককে আটক করেছে ব্রিটেন পুলিশ। আটক ৮৩ বছর বয়সী রিভারেন্ড স্যু পারফিট একজন অবসরপ্রাপ্ত যাজক।
শুক্রবার (৫ জুলাই) লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে এ ঘটনা ঘটে।
তিনি ফিলিস্তিনের পক্ষে ও গণহত্যা বিরোধী ফিলিস্তিন এ্যাকশন এর সমর্থক। মধ্যরাতে তাকে আটকের মাত্র কয়েক ঘন্টা আগে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ করেছিল। এ সংগঠনে যুক্ত হলে বা সমর্থন করলে ১৪ বছর কারাদণ্ড ঘোষণা করে সেখানকার সরকার।
আটককালে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, আমি গণহত্যার বিরুদ্ধে, আমি ফিলিস্তিন এ্যাকশনকে সমর্থন করি। ওই সময় মোট ২৭ জনকে আটক করা হয়।









