রবিবার | ২ নভেম্বর | ২০২৫

কাশ্মীরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে ভারতের এক সৈন্য নিহত হয়েছেন। তবে এই ঘটনাটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। এই দুর্ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আজ রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সোলকি গ্রামের সেনা কোম্পানি হেডকোয়ার্টারে ভারতের ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত এক সেনাসদস্য নিজের সার্ভিস রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ওই রাতে প্রহরার দায়িত্বে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত সৈন্য রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের এই সেনা ক্যাম্পে ছিলেন। ঘটনাস্থলে পুলিশ এবং আইনি কর্তৃপক্ষ এসে তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিরূপণের জন্য খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img