আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি চুক্তিভিত্তিক রাজনৈতিক দল। সাইনিং মানির বিনিময়ে বিএনপিতে বিভিন্ন নেতা যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠালগ্নে দলটির বর্তমান সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সঙ্গে সাইনিং মানি করে বিএনপিতে যুক্ত হয়েছিলেন।
শুক্রবার দুপুরে( ৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রাজনীতি করে টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে। তারা টাকার বিনিময়ে রাজনীতিতে চুক্তিবদ্ধ হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, যাদের নেতারা রাজনীতি করেন সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। আর আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের সেবা করার জন্য।