বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশ।

বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

নির্বাহী আদেশ অনুসারে, আগামী ২১ দিন পর এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে, সেই পর্যন্ত পূর্বনির্ধারিত ২৫ শতাংশ শুল্ক বজায় থাকবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img