পাঞ্জশির উপত্যকায় তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নিহত হয়েছেন ফাহিম দাস্তি। আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নেতা আহমদ মাসুদের মুখপাত্র ছিলেন তিনি।
রোববার (৬ আগস্ট) তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এর আগে, আফগানিস্তানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর পাঞ্জশির উপত্যকায় হঠাৎই তালেবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আহমদ মাসুদ।