ইনসাফ | আরিফ মুসতাহসান
নিজেদের শত্রুপক্ষের হাতে থাকা সর্বশেষ আফগানের গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। উপত্যকাটি নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার জনগণকে ভাই হিসেবে সম্বোধন করে অভয় দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, পাঞ্জশিরের বাসিন্দারা আমাদের ভাই। আফগান নাগরিকরা যেরকম সুযোগ পাবে, তারাও এরকম সুযোগ সুবিধা পাবে। পাঞ্জশিরের বাসিন্দাদের সাথে আচরণে কোনো বৈষম্য থাকবে না।
সোমবার (৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন।
তালেবান মুখপাত্র বলেন, পাঞ্জশিরের গভর্নর, ভাইস গভর্নর এবং যাবতীয় অফিসিয়াল দায়িত্বশীল স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।
কয়েকদিন যাবত পাঞ্জশিরে তুমুল লড়াই অব্যাহত থাকায় পাঞ্জশিরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাঞ্জশিরে বেসামরিক জনগণের কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র লড়াই অব্যাহত থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং রাস্তাঘাট বন্ধ ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদ্রোহীদের দমন করা হয়েছে। আমরা জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
তিনি বলেন, আমরা প্রথমে যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সুরাহা করতে চেয়েছিলাম। কিন্তু বিদ্রোহীরা আমাদের ধোঁকা দিয়েছে। তাই আমরা যুদ্ধের মাধ্যমেই পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়েছি।