বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

নারীদের জন্য শরিয়ত সম্মত কর্মসংস্থান তৈরি করবো: তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানে নারীদের জন্য ইসলামী শরিয়ত সম্মত কর্মসংস্থান তৈরি করার ঘোষণা দিয়েছে তালেবান।

সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান তৈরি করবো। যা সম্পূর্ণ শরিয়ত ভিত্তিক কাঠামোতে তৈরি হবে।

নারীদের উদ্দেশ্যে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, দেশ থেকে অশান্তি দূর হয়ে গেছে। আপনারা নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করবেন না। নতুন সরকার যেই সিদ্ধান্ত নিবে তা নারী-পুরুষ উভয়ের জন্যই কল্যাণকর হবে।

পাঞ্জশির নিয়ন্ত্রণ নিয়ে তালেবান মুখপাত্র বলেন, পাঞ্জশিরের বাসিন্দারা আমাদের ভাই। আফগান নাগরিকরা যেরকম সুযোগ পাবে, তারাও এরকম সুযোগ সুবিধা পাবে। পাঞ্জশিরের বাসিন্দাদের সাথে আচরণে কোনো বৈষম্য থাকবে না।

পাকিস্তানের উদ্দেশ্যে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে বন্দীদের মুক্ত করার কারণে পাকিস্তান কিছুটা শঙ্কিত হয়েছে। তারা ভেবেছে যে কিছু সত্যিকারের অপরাধী পাকিস্তানে প্রবেশ করবে। তাই তারা সাময়িক সীমান্ত বন্ধ করে দেয়। আমরা আবারো বলছি আফগানিস্তানের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img