শনিবার | ১২ জুলাই | ২০২৫

চীন আমাদের সরকারকে স্বীকৃতি দিবে: তালেবান মুখপাত্র

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে তালেবান পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। তালেবানের নতুন এ সরকারকে চীন স্বীকৃতি দিবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা চীনের পদক্ষেপকে ইতিবাচক দিক হিসেবে দেখি। তারা আমাদের নতুন সরকারকে স্বীকৃতি দেবে।

বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তালেবান মুখপাত্র বলেন, অনেকে ইতিমধ্যে আমাদের সহযোগিতা করেছে। কেউ কেউ সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের সাথে থাকুন এবং সহযোগিতা করুন।

তিনি বলেন, সরকার খুব আন্তরিকভাবে গঠিত হচ্ছে। শুধুমাত্র প্রযুক্তিগত কিছু বিষয় সম্পন্ন হওয়া বাকি। সরকার গঠন নিয়ে যে বিচ্ছিন্ন সংবাদ প্রচার হচ্ছে তা সঠিক নয়।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমেরিকা কাবুল এয়ারপোর্টে জঘন্য ক্ষতি করে গেছে। তারা সামরিক বস্তু ছাড়াও অনেক বেশি বেসামরিক ক্ষতি করে গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img