আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সামনের ৬ মাস বেশ কঠিন সময়। অন্য যে কোনো সময়ের চেয়ে এ ৬ মাস খুবই ভয়াবহতা হতে পারে। তাই এখন আমাদের একটাই টার্গেট শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে নিরাপদ রাখতে হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, যদি মনে করেন নৌকা পেলেই আপনি পাস করে ফেলবেন, তাহলে বড় ভুল করছেন। আগে দেখতে হবে জনগণ আপনাকে চায় কিনা, দলের নেতাকর্মীরা আপনাকে চায় কিনা। তারপর দল চিন্তা করবে আপনি নৌকা পাওয়ার যোগ্য কিনা।
তিনি বলেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। জনগণের ভালোবাসা নিয়েই সবাইকে মাঠে নামতে হবে। করোনার কারণে অনেক দিন রাজনীতির চর্চা নেই তাই সবাই কাজ শুরু করেন। যার যার এলাকা থেকে কাজ শুরু করেন। সবাই মিলে কাজ শুরু করেন। ভাড়া করা লোক আনবেন না। কর্মীদের সঙ্গে কথা বলেন, পরামর্শ নেন। অভ্যন্তরীণ কোন্দল করবেন না। কে বড়, কে ছোট দেখবেন না।