বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বোরকা পরায় কয়েক ডজন স্কুল শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়া হল ফ্রান্সে

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। তবে শিক্ষাবর্ষের শুরুতেই কয়েক ডজন মুসলিম শিক্ষার্থীকে তাদের ধর্মীয় পোশাক বোরকা পরিধান করার জন্য স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষা মন্ত্রী গ্যাব্রিয়েল আটাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্যাব্রিয়েল বলেন, সোমবার প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থী আবায়া পরিধান স্কুলে আসে। তাদের আবায়া খোলার আদেশ দেওয়া হলে বেশিরভাগই এটি ত্যাগ করে। তবে সেখান থেকে ৬৭ জন এ আদেশ অমান্য করলে তাদের স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

গত মাসে, রাষ্ট্র কর্তৃক পরিচালিত সকল স্কুলে আবায়া নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। কারন হিসেবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় নিরপেক্ষতা ভঙ্গনের অভিযোগ এনেছে। ইতিপূর্বে এমন অভিযোগে মুসলিম নারীদের হিজাবও নিষিদ্ধ করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞা কার্যকরের পূর্বে আল জাজিরার একজন সাংবাদিক ফ্রান্স থেকে জানান, আবায়াকে একটি ধর্মীয় প্রতীক বলে মনে করছেন দেশটির শিক্ষা মন্ত্রী।

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েলের মতে, ধর্মীয় পরিচয় প্রকাশ করে এমন কোন চিহ্ন নিয়ে কোন শিক্ষার্থীর শ্রেণিকক্ষে প্রবেশ করা উচিত নয়।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ফ্রান্সের স্কুলগুলোতে হিজাব, ক্রুশ ও কিপ্পাসহ ( ইহুদীদের মাথার টুপি) বিভিন্ন ধর্মীয় প্রতীকি নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img