মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম বলেছেন, মুসলমানদের অবশ্যই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুকরণীয় নেতৃত্ব ও চরিত্র অনুসরণ করতে হবে। নবীর জীবনযাপন জ্ঞান, দানশীলতা, করুণা এবং নৈতিক আচরণের সর্বোত্তম দৃষ্টান্ত, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বন্দর বারু সেরি পেটালিং জামেক মসজিদে ফেডারেল টেরিটরি মুফতী বিভাগের আয়োজিত ‘তেমু মেসরা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম বলেন, ইসলাম বিশ্বাস, জ্ঞান, সচেতনতা ও দানশীলতার ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। নবী করীম (সা.)-এর ব্যক্তিত্ব ও নৈতিকতা মুসলমানদের জন্য পথপ্রদর্শক হওয়া উচিত। ইসলামকে সমুন্নত রাখার সংগ্রামও এই মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হতে হবে।
সালাহউদ্দিন আল-আইয়ুবীর দৃষ্টান্ত টেনে তিনি বলেন, তার সময়ে জ্ঞান, সচেতনতা ও ঐক্যই মুসলমানদের শক্তির উৎস ছিল, যা শেষ পর্যন্ত জেরুজালেম পুনরুদ্ধারে করেছিল।
তিনি আরও বলেন, ইসলাম একটি সর্বব্যাপী জীবনব্যবস্থা, যা কেবল নির্দিষ্ট কিছু দিক বা আংশিকভাবে বোঝা যায় না। জাতি গঠনের ক্ষেত্রে অর্থনীতি, শিক্ষা, রাজনীতি ও সামাজিক কল্যাণসহ সব খাতকে অন্তর্ভুক্ত করতে হবে।